শুধু একটু বিবেক দিয়ে নিজেকে প্রশ্ন করুন

Lokman Hossain

শুধু একটু বিবেক দিয়ে নিজেকে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন

 

খুবই কস্ট লাগে; বিভিন্ন মিডিয়ায় প্রচারিত; মানুষ রূপি কিছু অভিশপ্ত; অর্থ-স্বার্থ, ক্ষমতা ও দলীয় পদ-পদবীর দম্ভে মানুষের উপর জোর-জুলুম, অন্যায়- অত্যাচার, খুন, ধর্ষণ সহ যাবতীয় অনৈতিক কর্মকান্ড করে যাচ্ছে। ইতিহাস স্বাক্ষী আপনার আগেও কত জালিম, অহংকারীকে আল্লাহ! পতন করেছেন।

> শুধু একটু বিবেক দিয়ে নিজেকে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন।

--------------->>>

মহান আল্লাহ বলেন;

যারা মন্দ কাজ করে, তারা কি মনে করে যে, তারা আমার হাত থেকে বেঁচে যাবে? তাদের ফয়সালা খুবই মন্দ।→আনকাবুত: (৪)

আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা'আলা কঠোর শাস্তি দাতা। → আল মায়েদা: (২)

---------------->>>

তাই বলছি; আল্লাহকে ভয় করুন, তাওবা করে সত্য ও ন্যায়ের পথে ফিরে আসুন।

Post a Comment

0 Comments