কসম একমাত্র আল্লাহর নামেই খাওয়া যাবে,

শোয়াইব বিন শহীদ

 

কসম একমাত্র আল্লাহর নামেই খাওয়া যাবে,

অন্য কারো নামে নয়
------------------------------------
হাদীস :
হযরত আবু হুরাইরাহ (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন : “তোমরা তোমাদের পিতৃপুরুষগণের নামে কসম খাবে না এবং মাতৃগণের নামেও কসম খাবে না। কোন কিছুকে আল্লাহর শরীক বানিয়ে তার নামেও কসম খাবে না। তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করবে না। আর আল্লাহর নামে সত্য কসম ছাড়া কসম করবে না।”
(সুনানে আবু দাউদ, হাদীস নং ৩২৪৮/ সুনানে নাসায়ী,
হাদীস নং ৩৭৬৯)
.
এই হাদীস হতে শিক্ষণীয় বিষয় :
১। শিরকমুক্ত একত্ববাদের নিরঙ্কুশ আকীদা সংরক্ষণের জন্য এই হাদীসটি উৎসাহ প্রদান করে।
২। মহান আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা হতে এবং মিথ্যা শপথ করা হতে এই হাদীসটি সতর্ক করে।
৩। সকল কর্মে এবং সকল অবস্থায় মানুষের সত্যবাদী হওয়া আবশ্যক।

Post a Comment

0 Comments