হৃদয় গলে সিরিজ
আপনি কি নিশ্চিন্তে গুনাহ করতে চান?
তাহলে ছোট্ট এই লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন! তারপর নিশ্চিন্তে........!!!
একজন তালিবুল ইলম কে তার
উস্তাদজী অনেক মুহাব্বাত করতেন।
কিন্তু সেই তালিবুল ইলম ছিলো অন্যান্য তালিবুল ইলমের তুলনায় অনেক মেধাহীন, ও সহজ -সরল প্রকৃতির!
এমন এক তালিবুল ইলমের প্রতি উস্তাদজীর মুহাব্বাতের মাত্রা বেশী হওয়া টা অন্যদেরকে খুবই ইর্ষান্বিত করে তুলতো!
অন্যান্য তালিবুল ইলমরা শুধু ভাবতো!
আর ভাবতো!
কিন্তু এর যথার্থ কোনো কারণ তারা খুঁজে বের করতে সক্ষম হতোনা!
উস্তাদজী বিষয় টি বুঝতে পেরে তিনি সবার কাছে এই রহস্য উন্মোচন করতে চাইলেন।
তাই একদিন ক্লাসের সময় উস্তাদজী সকল তালিবুল ইলমকে একটি করে কবুতর দিয়ে বললেন, তোমরা তোমাদের হাতে থাকা কবুতরগুলো এমন স্থান থেকে জবেহ করে নিয়ে আসবে, যেখানে তোমাদেরকে কেউই দেখবে না!
তখন কোনো তালিবুল ইলম ঝোপের ভিতরে থেকে কবুতর জবেহ করে নিয়ে আসলো।
কেউ আবার ঘরের দরজা বন্ধ করে কবুতর জবেহ করে নিয়ে আসলো।
এভাবে সবাই যথাসাধ্য অনুযায়ী গোপনীয়তা রক্ষা করে কবুতর জবেহ করে ক্লাসে উপস্থিত হলো।
সবাই ক্লাসে উপস্থিত হয়ে দেখলো সেই মেধাহীন তালিবুল ইলম ছাড়া বাকী সবাই কবুতর জবেহ করে নিয়ে এসেছে।
সবাই তখন মনে মনে খুবই খুশি হলো এজন্য যে, আজকে হয়তো উস্তাদজী বুঝতে পারবেন তিনি যেই তালিবুল ইলমকে এতো মুহাব্বাত করেন সে কতটা নির্বোধ!!
উস্তাদজী ক্লাসে উপস্থিত হয়ে সকলের কাছে থেকে শুনতে লাগলেন যে, কে কোথায়, কিভাবে জবেহ করেছে?
এবং সেখানে কেউ তাকে দেখেন কিনা?
একে একে সবাই উত্তর দিলো, তারা এমন জায়গায় কবুতর জবেহ করেছে যেখানে কেউই তাকে দেখেনি!
সবার শেষে উস্তাদজী সেই মেধাহীন, নির্বোধ তালিবুল ইলমকে জিজ্ঞেস করলেন,
কি ব্যাপার তুমি কবুতর জবেহ করোনি কেনো!?
তখন সেই তালিবুল ইলম যেই উত্তর দিলেন তা থেকে সবাই লা -জবাব হয়ে গেলো!!
তার উত্তর;
উস্তাদজী! আমি কবুতর জবেহ করার জন্য অনেক গোপণ ও নির্জন জায়গাই গিয়েছিলাম। কিন্তু আমি এমন কোনো জায়গা খুঁজে পাইনি যেখানে আমাকে একজন দেখছিলেন না!
উস্তাদজী জিজ্ঞেস করলেন তিনি কে?
তালিবুল ইলম উত্তর দিলেন ;
উস্তাদজী! আমি যেখানেই গিয়েছি
সেখানেই আমাকে আমার "আল্লাহ " দেখছিলেন! তাই আমি কোথাও গিয়ে কবুতর জবেহ করতে না পেরে এভাবেই ফিরে এসেছি!!!
বন্ধু! আপনি যদি নিশ্চিন্তে হরদম গুনাহ করতে চান তাহলে এমন জায়গায় গিয়ে গুনাহ করুন!
যেখানে আপনাকে আপনার "আল্লাহ"দেখতে পারবেন না!!
সিদ্ধান্তের বাকিটুকু আমি আপনার উপরই ছেড়ে দিচ্ছি!!!
-শাবীব তাশফী
0 Comments