পা্নাহার করে আল্লাহর শোকর আদায় করা আবশ্যক

পা্নাহার করে আল্লাহর শোকর আদায় করা আবশ্যক


-------------------------------------------
হাদীস :
আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন : “আল্লাহ সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট থাকেন--যে ব্যক্তি কোন লুকমা খাবার খেয়ে আল্লাহর প্রশংসা করে (‘আলহামদুলিল্লাহ’ বলে) কিংবা কোন পানীয় দ্রব্য পান করে আল্লাহর প্রশংসা করে (‘আলহামদুলিল্লাহ’ বলে)।
(সহীহ মুসলিম, হাদীস নং ২৭৩৪)
.
এই হাদীস হতে শিক্ষণীয় বিষয় :
১। খাদ্যদ্রব্য ও পানীয় দ্রব্য আল্লাহর বড় নিয়ামত। সুতরাং এ নিয়ামতের শোকর আদায় করা কর্তব্য। সে জন্য পানাহার করে আল-হামদুলিল্লাহ বলা উচিত।
২। শোকরগুজার বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকেন। তিনি বান্দাকে তার এ শোকরগুজারীর জন্য যথেষ্ট প্রতিদান দিবেন।
৩। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করার ইচ্ছা করবে, তার উচিত--মহান আল্লাহর নিয়ামত ভোগ করার পর তাঁর কৃতজ্ঞতা স্বীকার করা।
৩। পানাহারের পর দু‘আ পড়া কৃতজ্ঞতা প্রকাশের অন্তর্ভুক্ত।

Post a Comment

0 Comments