স্ত্রীকে ভালোবাসুন আল্লাহর জন্যেই
স্ত্রীকে ভালোবাসে সকলেই। দৃশ্যত এই ভালোবাসা মানুষের স্বভাবজাত কামনার দাবি। কিন্তু কোনো ব্যক্তি যদি স্ত্রীকে এই নিয়তে ভালোবাসে যে, এটা আল্লাহ তাআলা ও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ। স্বীয় জীবনসঙ্গিনীর প্রতি ভালোবাসা নিবেদনের সময় তার হৃদয়ে যদি এই বাণী অনুরিত হয় যে, আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নত ও আদর্শের অনুসরণেই এই ভালোবাসা নিবেদন করছি। তাহলে স্ত্রীর প্রতি নিবেদিত এই ভালোবাসাও আল্লাহর জন্য বলে বিবেচিত হবে। এক ব্যক্তি তার স্ত্রীকে ভালোবাসে রিপুর তাড়নায়। অন্যজন ভালোবাসে আল্লাহকে সন্তুষ্ট করার মহতী লক্ষ্যে। উভয়ের ভালোবাসা একই রকম। কিন্তু প্রকৃতপক্ষে দুজনের ভালোবাসার মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। (ইসলাহী খুতুবাত, খণ্ড : ৯) [হৃদয় গলে সিরিজ ৩০নং খণ্ড থেকে]
কী বন্ধুরা! আজ থেকে স্ত্রীকে আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসবেন তো? আর যাদের এখনো স্ত্রী ঘরে আসেনি, মানে বিয়ে করেননি, তারা স্বীয় প্রিয়তমাকে শুধুই আল্লাহর জন্য ভালোবাসবেন- এই নিয়তটুকু করেছেন কি?
দেখি কে, কী বলেন!
0 Comments