সালাম দেয়া প্রসংগে প্রচলিত ভুল

আহার গ্রহনকারীকে

সালাম দেয়া প্রসংগে প্রচলিত ভুল ধারনা---


প্রশ্ন:
লোকমুখে শোনা যায় , আহার অবস্থায়
সালাম দেওয়া ঠিক নয়।
এমনিভাবে
আগন্তুক এসে ঘরের
লোকজনকে
আহার অবস্থায় পেলে সালাম দিতে
হয় না। প্রশ্ন হল, এই
প্রচলিত
কথাগুলো কি সঠিক?
উত্তর:
আহারকারী অন্যকে সালাম দিতে পারবে। এ
সময়
অন্যকে সালাম দেওয়া
নিষিদ্ধ
নয়। তদ্রূপ আহারকারীকেও
সালাম দেওয়া বৈধ। তবে এ সময়
সালাম দেওয়া যদি তার
কষ্ট বা
বিরক্তির কারণ হয় তাহলে
সালাম
দেওয়া থেকে বিরত থাকবে।
কেননা, এমন হলে সে
অবস্থায়
সালাম দেওয়া মাকরূহ
হবে।
রদ্দুল মুহতার ১/৬১৭, ৬/৪১৫; আলমাজমূ’ ৪/৪৬৯; ফাতহুল
বারী
১১/১৯-২১
(মাসিক-আলকাউসার ;
যিলহজ্জ্ব ১৪৩০ . ডিসেম্বর
২০০৯)

Post a Comment

0 Comments