এইযে বন্ধু! আপনি কি অনেক বেশি ব্যস্ত?

 


 

 

এইযে বন্ধু! আপনি কি অনেক বেশি ব্যস্ত?

আমার এই ছোট্ট লেখাটি মনোযোগ সহকারে পড়ার মতো একটু সময় হবে কি আপনার??
আমি,আপনি সারাদিন এতো ব্যস্ত থাকি যে ব্যস্ততার মাঝে সেই মহান মানুষকে একেবারেই ভুলে যাই!
যার অক্লান্ত মেহনতের মাধ্যমে আমরা
আজ ইসলাম নামক এক পরশপাথরের পরশে
আমরা আজ ধন্য হয়েছি!
উম্মতের নাজাতের চিন্তায় যিনি
দিন -রাত পেরেশান থাকতেন!!
আমাদের হেদায়াতের জন্য, নাজাতের জন্য তিনি হরহামেশাই কত কষ্ট নির্যাতন সহ্য করেছেন সেটা
সৃষ্টিজগতের সকল মুমিন মুসলমান অবগত।
তিনি হচ্ছেন,
আমাদের হৃদয়স্পন্দন মুহাম্মাদে আরাবী (সা,)
অথচ আমরা কত বড় অকৃতজ্ঞ!
সারাদিন কয় বার স্বরণ করি আমরা রাসূল সা,কে?
কয়বার দুরূদ প্রেরণ করি আমরা উম্মাতের কাণ্ডারির রাসূলে আরাবী সা,এর প্রতি?
বুখারী শারীফের হাদীস :
রাসূল্লাহু সা.ইরশাদ করেন;
যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে
আল্লাহ তায়ালা তার প্রতি
দশবার রহমত বর্ষণ করেন (সুবহানআল্লাহ!)
বন্ধুরা আসুননা!
আমরা আমাদের প্রিয়তম নবী সা.এর
প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করি,
আল্লাহুম্মা সল্লী আলা মুহাম্মাদ!
সল্ল

Post a Comment

0 Comments