জীবন জীবিকা নিয়ে দুঃশ্চিন্তায় আছেন?
ইস্তিগফার পাঠ করুন।
রিজিক নিয়ে পেরেশানিতে আছেন?
ইস্তিগফার পাঠ করুন।
উত্তম জীবনসঙ্গী চাচ্ছেন?
ইস্তিগফার পাঠ করুন।
আপনার যেকোন সমস্যায় সমাধানের ইস্তিগফারের আমল করুন। নিজের উপর ইস্তিগফার লাযিম করে নিন। দেখবেন দিনশেষে আপনার সমস্যাগুলো সুন্দরভাবে সমাধান হয়ে গেছে অথবা সমাধানের পথে এগিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ।
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ
“যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার (তওবা) করবে; আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন।
[আবূ দাঊদ : ১৫২০; ইবন মাজাহ : ৩৮১৯]
আপনি চলতে, ফিরতে,ঘুমাতে যাওয়ার আগে মোট কথা সব সময় ইস্তেগফার পাঠ করুন। ইস্তেগফারকে গলার মালা বানিয়ে ফেলুন ইন শা আল্লাহ আপনার দোয়া কবুল হবে। আল্লাহ তায়া’লা উপর দু'আ করতে গিয়ে কখনও নিরাশ হওয়া যাবে না কারণ তিনি প্রতিটি দু'আ শুনেন। একদিন দেখবেন হুট করেই আপনার দোয়া কবুল হয়ে গেছে। প্রতিটি বিষয়ের উপর আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।
দুনিয়ার সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। কিন্তু মানুষকে বানিয়েছেন শুধু মাত্র তাঁর ইবাদতের জন্য। আল্লাহর গোলামি করার জন্য। সুতরাং আমাদের রিজিকের ব্যবস্থাও আল্লাহই করবেন। তাই আমাদের রিজিকের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে, আর সাথে সাথে এই বিশ্বাস রাখতে হবে যে, আমার তাকদিরে যে রিজিক লেখা আছে তা অবশ্যই আমার কাছে আসবে। তাতে কোনো প্রকারের সন্দেহ নাই। কেননা, আল্লাহই তো সবার রিজিকের জিম্মাদার, সবার রিজিক তো তাঁরই কুদরতি হাতে। এই বিশ্বাস আমাদের থাকা চাই। এই ইয়াকিন ইনশাআল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা হবে। তবে ধৈর্য ধরতে হবে,অধৈর্য হলে চলবে না। অতএব আসুন, আমরা সবাই হালাল পথে রিজিক অনুসন্ধান করি। হারাম পথ থেকে দুরে থাকি। আল্লাহ সবাইকে আমল করার তাওফিক দান করুন। আমীন।
0 Comments