"হুজুরের বউ হবো"
----------------------
[একবোনের টাইম লাইন থেকে.!]
চাই না আমি আমার স্বামী,
চরিত্রহীন লম্পট লোক,
সিকারেট আর মদ গাঁজাতে,
নারী নিয়ে মাতাল হোক।।
তাইতো ভাবী মনের দাবী,
পুরুন করতে কোথায় যাবো,,
ভেবে দেখলাম পথটা পেলাম,
হুজুরেরই বউ হবো।।
হুজুর স্বামী অনেক দামী,
মেয়েদের দিকে তাকায় না,,
স্মাট ছেলে মেয়ে পেলে,,
সুযোগ থাকলে ছারেনা।।
আমার স্বামী আমার থাকবে,
অপরকে কেন ভাগ দিবো,
ভেবে দেখি রাস্তা একটাই,
হুজুরেরই বউ হবো।।
দিনে ৫ বার মেশওয়াক-অযু
পাক পবিত্র সব সময়,,
আতর খুশবো সুগন্ধিতে,
মন থাকবে আলোক ময়।।
স্মাট ছেলে সিকারেট খেলে,
মুখের গন্ধে ভুত পালায়,,
অযু গোসল কিছুই জানে না,
পাক পবিত্রর বালাই নাই।।
দাঁড়ীওয়ালা মানুষ সিংহ পুরুষ।
ভাল বাসার ঘারতী নাই,,
স্মাট বয় যৌবন করেছে ক্ষয়,
বউয়ের কোন মূল্য নাই।।
হুজুর ছেলে বউ পেলে,
পর্দা'য় রাখে যতনে,,
বোকা ছেলে বউ কে খুলে,
ঘুড়ে বেড়ায় সব খানে।।
সম্মান পাবো দুনিয়াতে,
পরকালেও সুখে রবো,,
তাই তো ভাবি প্রানের দাবী,
হুজুরেরই বউ হবো।।
0 Comments