একটি পরিত্যক্ত সুন্নাত

একটি পরিত্যক্ত সুন্নাত

 

মিসওয়াক করা ও রামাযানে মিসওয়াক করা৷

মিসওয়াক করার গুরুত্ব ও ফযীলত মুতাওয়াতির পর্যায়ের হাদীস দ্বারা প্রমাণিত৷ এবং মিসওয়াক খুবই সহজলভ্য একটি জিনিস৷ সেটা মোটামুটি আমরা সকলেই জানি৷ তবুও মিসওয়াক ব্যবহারে আমাদের চরম গাফলতি দুঃখজনক৷ শুধু দুঃখজনক না, রীতিমত দুর্ভাগ্যের বিষয়৷
হাদীসে এসেছে, মিসওয়াক মুখ পরিষ্কার করে এবং রবকে সন্তুষ্ট করে৷ তাছাড়া রামাযানে আল্লাহ তাআলা বান্দার উপর সন্তুষ্ট হন৷ তাহলে রামাযানে মিসওয়াকের আমল করলে দুটি সন্তুষ্টি আমরা পেয়ে যাচ্ছি৷ এরচে বড় প্রাপ্তি আর কী হতে পারে!
আসুন, আজই প্রত্যেকে একটি করে মিসওয়াক কিনি৷ পরিবারের সদস্যদের জন্যেও মিসওয়াক কিনে নিই৷ মহান রবের সন্তুষ্টির পথে এগিয়ে যাই৷

Post a Comment

0 Comments