১ মিনিট সময় দিন

(১ মিনিট সময় দিন)

 

যে দেশে বিবাহ কঠিন সে দেশে যেনাহ সহজ!

যে দেশে বিবাহ সহজ সে দেশে যেনাহ কঠিন!

* মাইয়ার বাপরা.....!
বিয়ে টিকিয়ে রাখার জন্য কাবিন ৫/১০ লাখ টাকা নির্ধারিত করে আপনি শরীয়ত নির্ধারিত বৈধ কাজে উৎসাহী একজন যুবক ছেলেকে যেনার দিকে ঠেলে দিচ্ছেন নাতো???বর্তমানে যে হারে ধর্ষনের মহা উৎসব চলতেছে!সামান্য একটি দুর্ঘটনায় কিন্তু আপনার পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যেতে পারে!বিয়ের উপযুক্ত মেয়েকে হারাতে পারেন চিরদিনের জন্য! ভুল বলছি না!দেশের চুতুর্দিকে তাকিয়ে দেখুন! হয়তো ধর্ষকদের টার্গেটে অনেক আগেই পড়ে গেছেন!পত্রিকার শিরোনাম হওয়া সময় মাত্র! তাই হাত জোড় করে বলছি,ওহে পিতা.!! কাবিন কম ধরে যুবকদেরকে বিয়ের দিকে উদ্বুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছে!মনে রাখবেন,মেয়ের ফিউচারের কথা চিন্তা করে কৌশলে কাবিন বাড়িয়ে দেয়াটা সুন্নাতে রাসূলের পরিপন্থি।এবং মুসলিম সমাজে অত্যান্ত দুঃখজনক!
ওহে পিতা...!আপনার এই পুর্ণময় কাজ দ্বারা একদিন সমাজ এবং ক্রমান্বয়ে পুরো দেশ থেকে যেনাহ-ব্যাভিচার একেবারেই বিলুপ্ত হয়ে যাবে!ধর্ষেনের ঘটনা ও আর ঘটবে না!এবং সবুজ-শ্যামল এই পবিত্র ভূমিতে আমাদের মা-বোনেরা ও অত্যন্ত শান্তি ও নিরাপদে বসবাস করতে পারবে।এই নেক কাজ দ্বারা আপনি পরকালে জান্নাত ও লাভ করতে পারেন! তাই আবারো বলছি পিতা....! আপনি সচেতন হোন।

Post a Comment

0 Comments